ক্রঃ নং | সেবা সমূহ | সেবা গ্রহণ কারী (ক্লায়েন্ট) | সেবা দানের সময় সীমা |
1|
| মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম তদারকি করাসহ শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়। | শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী
| অফিসের সময়
|
2|
| মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের (বিদ্যালয় ও মাদরাসা) শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণকে প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণদান,সহকারী শিক্ষকগণকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দান এবং বি এড প্রশিক্ষণ বিহীন শ্ক্ষিকগণকে শর্টটাইম কোর্স(ঝঞঈ)বেসিক প্রশিক্ষণদানের ব্যবস্থা করা হয়। | প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ | অফিসের সময় |
3| | গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটির সদস্যগণকে সময় সময় সচেতনামূলক প্রশিক্ষণ প্রদান করে প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হয়। | Member of SMC/GB | অফিসের সময় |
4| | বেসরকারি নিুমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষক-কর্মচারী নিয়োগ কমিটির সদস্য হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করা হয়। | শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ও SMC/GB | Awdm mg‡q
|
5| | মাধ্যমিক(বাংলা ভার্সন)স্তর(৬ষ্ঠ থেকে ৯ম) এবং মাদরাসা(দাখিল) স্তরে(৬ষ্ঠ থেকে ৯ম) এবং এবতেদায়ী স্তরের(১ম-৫ম)ঘঈঞই এর আওতায় বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণকারী প্রতিষ্ঠান থেকে গ্রহণ পূর্বক প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ কার্যক্রম সম্পন্নকরণসহ মনিটরিং এর দায়িত্ব পালন করা হয়। | wশক্ষার্থী ও অভিভাবক | অফিসের সময় |
6| | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে(৬ষ্ঠ হতে ১২শ শ্রেণী পর্যন্ত) উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং করা হয়। | শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবক | অফিসের সময় |
7| | এস.এস.সি/দাখিল/এস.এস.সি(ভোকেশনাল),এইচ.এস.সি/আলিম/ এইচ.এস.সি(ব্যবসায় ব্যবস্থাপনা) জে.এস.সি/জেডিসি পরীক্ষার মূল কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করা হয়। হয়। | শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী | অফিসের সময় |
8| | মাধ্যমকি/নুিমাধ্যমকি বদ্যিালয় ও মাদরাসার শক্ষিক-র্কমচারীদরে মাসকি উপস্থতিরি প্রতবিদেন যাচাই র্পূবক স্বাক্ষর করা হয়। | শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী | অফিসের সময় |
9| | শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও অভিভাবক গণের সমন্বয়ে সমাবেশের মাধ্যমে মতবিনিময়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। | শিক্ষার্থী ও অভিভাবক | অফিসের সময় |
10| | প্রধান শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে স্বাক্ষর করে যোগ্য শিক্ষককে পুরস্কার এবং দায়িত্বে অবহেলাকারী শিক্ষককে তিরস্কার করে গুনগত মানের শিক্ষা নিশ্চিত করা হয়। | শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক | অফিসের সময় |
11| | কর্তৃপক্ষের নির্দেশে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিুমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদরাসা তদন্ত পূর্বক প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরন এবং স্থানীয় ভাবে সমাধান যোগ্য অভিযোগের নিষ্পত্তি করা হয়। | শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী | অফিসের সময় |
12| | জে.এস.সি ও জেডিসি পরীক্ষায় মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলন বিলে প্রতিস্বাক্ষর করা হয়। | শিক্ষার্থী ও অভিভাবক | অফিসের সময় |
13| | শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠক্রমিক কার্যাবলী,স্কাউট,গালর্স গাইড ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে অর্পিত দায়িত্ব পালন করা হয়। | প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী
| অফিসের সময় |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS