Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের প্রধান অর্জনসমূহ

সাম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জন সমূহ :


২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে অত্র উপজেলার মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী স্তরে প্রায় ৩,৭০,১,৯৩১টি  বিনামূল্যের পাঠ্যপুস্তক  বিতরণ করা হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষে প্রায় ৯৫২০ জন শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি ও টিউশন বিতরণ করা হয়েছে। জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শিক্ষকদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, শিক্ষাক্রম বিস্তরণ ও ব্যবহার নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ, জীবন দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাল্টিমিডিয়ার ব্যবহার ও ক্লাসরুম বাস্তবায়নে ব্যানবেইস এর উপজেলা  UITRCE এর এর কম্পিউটার ল্যাবে ২০৪০ জন শিক্ষককে আইসিটি হার্ডওয়ার, নেটওয়ার্কিং ও  ট্র্যাবলস্যুটিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে বিগত জুলাই-২০১৫ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ প্রদানের এমপিও বিকেন্দ্রীকরণ সূচনা করা হয়। বিগত ২০২০ সাল হতে  প্রায় ১২৬৯টি MPO আবেদন online এর মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।  online  এর মাধ্যমে ১২৮ টি প্রতিষ্ঠানে  বস্তুনিষ্ট ও নির্ভুল  শিক্ষা তথ্য ( বার্ষিক শিক্ষা জরীপ)  ১০০% সম্পর্ণ করা হয়েছে। ১১৫টি প্রতিষ্ঠানে Inhouse প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে।  প্রাতিষ্ঠানিক স্ব-মূল্যায়ন (ISAS) শতভাগ সম্পন্ন করা হয়েছে।  মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ নারী শিক্ষার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে সচেতনামূলক অভিভাবক ও  মা সমাবেশ  করা হয়েছে।  আইসিটি সামগ্রী বিতরণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ডিজিটাল কন্টেট তৈরি, সরবরাহকৃত শিক্ষা উপকরণের সর্বোত্তম ব্যবহার, ইনোভেশন, দাপ্তরিক কাজে ইন্টারনেট-ইমেইল-অনলাইন ব্যবহার, উচ্চ মাধ্যমিক উপবৃত্তি কার্যক্রম অনলাইনে করাসহ IMS ডাটা প্রায় ১০০% সম্পন্ন করা হয়েছে। সর্বোপরি শিক্ষা ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের পাশাপাশি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা উৎসব মূখর পরিবেশে বাস্তবায়ন করা হয়েছে। জেলা ও বিভাগ পর্যায়ের সর্বক্ষেত্রে সিলেট সদর উপজেলার সাফল্য উল্লেখযোগ্য।

২০২৩-২০২৪ অর্থবছরের প্রধান অর্জনসমূহঃ

(১) নির্ধারিত সময়ের মধ্যে বিনামুল্যে পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ করে তা প্রেরণ, সংগ্রহ, সংরক্ষণ ও শিক্ষাবর্ষের ১ম দিনে পাঠ্যপুস্তক দিবসেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করা হবে।
(২)মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ক্লাসের পরিমান বৃদ্ধি করা।
(৩) নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত সকল MPO আবেদন প্রতি জোড় মাসের ১৪ তারিখে মধ্যে নিস্পত্তি করা ।
(৪) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করে তাদের কার্যাবলী সম্পাদনে গতি আনায়নের ব্যবস্থা গ্রহণ করা ।
(৫) ই-নথি সিস্টেমে ফাইল নিষ্পত্তি করা ।
(৬) Inhouse প্রশিক্ষনের পরিমান বৃদ্ধিসহ ICT ব্যবহার নিশ্চিত করা।

(৭) নতুন কারিকুলাম-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন কার্যক্রম চলমান ।

(৮) হাতে কলমে কৃষিশিক্ষা বিষয়ে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি বিভাগের সহযোগিতায় বিভিন্ন ধরণের চারা, সার ও বীজ সরবরাহ করে প্রতিষ্ঠানে বাগান করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

(৯) পরিসংখ্যান বিভাগের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

(১০) CRVS এর আওতায় সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম চলমান।